কবরের উপর যেন
                জেগে থাকে আকাশ,
চিতার পোড়া যেন
                     জন্ম পায় সমুদ্রে,
আকাশ – সমুদ্রে যেন,
                     জেগে থাকে লাশ ।


চামড়ার দেয়ালে,
প্রাণ নাম খেয়ালে,
ঘুরে যেন কে !
চলে যায় - ফেলে যায়,
আকাশ – সমুদ্র নিয়ে-
মাটি – আগুন ঢুকে ।


তবু বলে,
যেন মৃত্যু ।
আসলে তো - মৃত ।।