আজ তুমি এলে।
ভুল-জোর করেই আনলাম ,
তবু হাইজ্যাক করে বা ধরে নয় ।


আজ তুমি এলে,
সেই নীল রঙের শাড়িটি পরে !
মাথায় সাদা ফুল,
কপালে কালো টিপ,
আর গায়ে  চাদরটি জরিয়ে ।
তুমি এলে তোমার মাঝে সবচেয়ে বেশি সুন্দরি হয়ে ।


ভালবাসার ছেড়া শার্ট গায়ে আমি ঘুমন্ত আমি ।
আমায় জাগালে।
তোমায় দেখে অবাক আমি বললাম,
ছেড়া শার্টটি সেলাই করতে।


অনিচ্ছাসত্ত্বেও- তুমি আমার কথা রাখতে গেলে।
এদিকে টানলে - ওদিকে টানলে,
তবু পারলে না ।


ছেড়া শার্টটিকে নষ্ট করে তুমি ,
যা ছিল তাও শেষ করে দিলে ।
আমি নিশ্চুপ নিথর ।
তারপর......শব্দহীন তুমি চলে গেলে।
খানিকক্ষণ পর এই কবিতা ।।


এই লিখা যখন তুমি দেখবে  
তখন আর আমি রইব না ।


তবু প্রশ্ন,
সব কিছুর পরও
তোমার কি আজও মনে হয় ,আমি তোমায় ভালবাসি ?


মরণ আমায় ডাকছে,
এ জনমের তরে বিদায় , আসি ।