একটা বিষন্ন পিশাচ বাস করে আমার ভেতর,
রক্ত মাংসে গড়া দেহের ভেতর।
ওটাকে কি শুধু বলা যায় ক্ষণিক মন?
নাকি মস্তিষ্ক ভীষণ!
হিংস্রতায় ঘিরে থাকা তার জন্য আমার
একটুও করুনা নেই,
তবু সে আমায় বারবার ডেকে নেয়,
আমি তাকে হত্যা করতে পারি না,
প্রতিনিয়ত নিহত হয় নিজেই।