বলতে আসি নি, শুনতে এসেছি পৃথিবীর কথা
বিশ্বাস করতে বাধ্য করিনি নিজেকে
দেখতে পেয়েছি খণ্ড খণ্ড মানচিত্রে, কাঁটাতারে
নির্লজ্জ ভীষণ মোড়কী স্বাধীনতা !


এ স্বাধীনতা চিরকাল...    
তাদের মুখে অনাগত দুর্ভিক্ষের ছাপ
চোখে ক্ষুধার্তের যন্ত্রণা,
পেটে অন্যায়ের নিঃশ্বাস
পাঁজরে অর্থনীতির হাড়গোনা ।