শিশুগুলো বিলাসের ছাদের নিচে,
লোহাড় গ্রিলের পাশে- রাত কাটায় ।
নাইলনের পাতলা কাপড় ঢেকে,
রাস্তার পাশে-নিরুপায় যুবতী ঘুমায় ।  


ঘুমের রাতে, রাতের ঘুম কেক হাতের মুঠিতে,
আমাদের রাতের ঘুমে তারা আঁধারে হাঁটে ।
তাদের উদাম গায়ে ঘূর্ণির জলবায়ু লাগে –
তবু তারা অপেক্ষায় থাকে না- থাকবে না।
তারা ঘুমাবে।  
সময় আর স্থান তারা বুঝে না ।


দেখে,
ক্রোধের তীক্ষ্ণও লাল উত্তাপে আবেগ পুড়ে।  
এভাবে আরো কতোটি আবেগ পুড়ে ,  
আবার জাগবো অমানুষ আমি ?
জাগবে ঘুম হতে যুক্তিহীন স্বার্থায়োজনের এ শহর !