লিখিয়াছিলাম তবে,
প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
দ্বিতীয় মৃত্যুর সামনে দাঁড়াইয়া,
উজ্জ্বল রৌদ্র করোটিতে দেখিয়াছি বিধ্বস্ত নীলিমা।


হইয়াছি আমি দুঃসময়ের মুখোমুখি,
নিজ বাসভূমে ছিলাম আমি অনাহারী
ভাবিয়া মোর অভিষিক্ত হয়ে উঠে জাগি!


বন্দি শিবিরের শোষকেরে আর্তি করিয়া বলি...
"ফিরায়ে লও ঐ ঘাতক কাঁটা,
আর আঘাত দিও না মোরে,
আমি যে মানুষ সাদামাটা"।


হঠাৎ!
একটা অহংকার জাগিয়ে উঠে মনে।
বলিয়া দেই চিৎকার দিয়া,
" হারিব নাহ্। হারিব নাহ!
আমিই তোদের বিতাড়িবো গৃহযুদ্ধের আগে।"


বলি,
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে....
স্বাধীন হইবো..স্বাধীন হইবো... হইবোই হইবো,
সে নিরালোকে দিব্যরথ দ্যেখে।


হরিণের হাড় গাঁথিয়া গিয়াছে মনে,
ভয় নাই,ভয় নাই।
রক্তে রঙিন ফুল দিয়া আমি শামসুর
মোর মানব হৃদয়ের নৈবদ্য সাজাই।


(লেখাটি ২০০৬ সালের।
উৎসর্গঃ শামসুর রাহমান।)