খারাপ থাকার মনটা ম্যাটার
কতইনা থাকে কারণ,
থাকলে না হয় থাকলো তারা
অবিরামে নাই বারণ।


ভেবো না কথার কথাগুলো
জানবে সবই জমাট ধুলো,
ঐ যে দেখো আঁধারের আলোয়
পাথরের বিকিরণ!


ভাবনাহীন আলো মেখে নাও
আঁধারে পা বাড়াও,
আয়না ফেলে আলেয়া তুলে নাও,
বাতাসে ভেসে যাও,
জেনে নাও নিজেকে একা,
তোমার উপলব্ধ অনুভবেই পাবে নিজের দেখা।


আবার কখনো যায়না ফিরে পাওয়া
সময় অথবা ক্ষনের আপন,
আমরাই এ সময়,
সময়ের সাময়িক সাধারণ।