আঁধারে ধ্রুব বেগে ছুটছে আলো,
উত্তর শুধু দৃষ্টিতে খুঁজে,না খুজি কালো,
অই কালো আমি চোখে দেখি নাহ
গায়ে মাখি আলোর সময়,চিন্তা থামে নাহ!


এ যেন বিশুদ্ধ জন্মান্ধত্ব!
আঁধারের এ ভ্রমনে আলো-ই জীবন্ত!
বিশুদ্ধ আঁধারে নিরেট কালোকে জড়িয়ে,
সময় হারিয়ে,আমি হতে চাই জীবন্ত অস্তিত্বহীন,
কালোকে দেখতে চাই চোখের গোপনে
চেতনায় ভেসে আছি সময়ে আমি আঁধারে বিলীন।