কখনো সময়ের প্রয়োজনে
তোমাকে দেখে শুধু লিখতে চাইতো এ মন,
বলতে চাইতো যা হয়নি বলা,
যায় না বলা করে আপন!
কলমের কালিগুলোকেই তুমি পড়তে,
ভাবতে,আমি যেন শুধু তোমায় দেখি!
আজও, তোমাকেই লিখি।
তবু,আমার চোখে তোমার দৃষ্টি নেই,
কেন এমন হয় জানো! বদলায় সকলেই‌!


ভালোবাসা!
সে তো সমুদ্র হয়ে ভাবের মহাসমুদ্রে মিশে
তোমাতে আমাতে ঢেউ তুলে শেষে
শান্ত ঘুমায় মহাকালে।
নক্ষত্রের রাতগুলোকে চাঁদের আলোতে দেখে
সেই সমুদ্রের বুকেই এখনো পরে আছি
যেন দ্বিধার দুকূলে।


এ পৃথিবী হতে চিরতরে হারাই যদি,
যদি হারাই সুন্দরের লোভটুকুও
পাথরের মতন নীরব দেহ বলবে কি ভালোবাসি!
এ দুহাত কোন কবিতা লিখবে না,
অচল হৃদপিণ্ড হয়ে যাবে শুন্যের দাসী।
বেচে আছি তাই,আজো আমি জ্যান্ত পৃথিবীবাসী।


সময়ের বাঁধায়,
আমার ক্লান্ত পৃথিবীর সব প্রেমের মাটি বুকে করে
মহাসমুদ্রের সাথে মিশে যাবো,
কিছুই চাইবো না-বেসে ভেসে....
এ প্রাপ্তির সুখে, জানি সবই পাবো।