নখত্রালো চলি গেল আজ
মেঘের মেঘেতে ভাসি,
সূর্যে তাপায় শ্রাবণ ফুরায়
ভাদ্র বহে আসি।


আসিল লয়ে শ্রাবণ প্রেমদান
তোমারও কথা কয়ে,
ঘুমায়ে থাকিও জাগিয়া দেখিও
জানালা গিয়াছে ধুয়ে।


ঠেলিয়া ওঠোঁটে দিয়ো তিলখানা
কণিকা হাস্য খেলায়,
চক্ষে-কপোলে ঢাকিয়া দিও
তারাদল-চাঁদ পাহারায়।


ক্ষণগুলারে রাখিও যতনে
খনে ক্ষণ ভালোবাসি,
আলোয় আঁকিবে রঙধনু মেঘ
দেখিবো দুজনে বসি ।