আমি এখানে বসে দেখতে চাই
আর একটু অবাক হতে চাই!
নিয়ত প্রতিনিয়ত এলোমেলো
এক নখত্র আলো,
একি দ্যাখায়!
বাতাসে কানের জানালায় শব্দ শুনি-
লোহার গ্রিলে বদ্ধ,
সব বদ্ধ কারাগারে কথা বলে “শব্দ বাস্তবতা ।
কথা বলে কত পেশার পেশি,
কথা মানুষে এত ভিন
মানুষে মানুষ ভুলে ভুলো - ভিনদেশি ।

আমি যদি অন্ধ হতাম
তবু জন্মান্ধ তো নই,
যদি স্তব্ধ এক বধির হতাম
মৃত যে নই।
দেখি, পতনের পথে প্রকৃতি কাঁদে
গিয়ে মরে দূর বহু।
দালালের লোভ বানায় ব্যাঙদাস
হাসে অর্থের প্রভু ।


এখনও আমি এখানেই এই এমন ধোঁকা দিই আমার আমাকে
কেমন যেন অদ্ভুত সুন্দর আর কিম্ভুত বিরক্তি ঘিরে থাকে।