একঃ-
মিথ্যে আশা মিথ্যে প্রণয়, মিথ্যের ভাজে
এলোয় আবার সত্য বিকায় বিদ্যের কাজে।
ভৈরবী ওহ শোনো এথায় কী গানে ভুল
বাণী হানি গগন পানি চড়' বড় চুল
ধর ধর পায় তারি পর পরে যা সে যে সে
মোর ঘাম সব চোরেরই আঘাত রক্তে মেশে
মেরেছ অনেক, এবার থাম! মেটাও প্রহারের দাম-
গগনের পারে বিকার-লয়, জাগি হামি ফির হাম।
"চোরের কবি, চোরকে তুলি উচ্চ পানে-
তোর বিবিধও মতলব, তুই চোর নিজেই জানে!"