আমি প্রেমহীন, শুধু চেয়ে থাকি,
মনে মনে সুতীব্র চিৎকারে
বারে বার তোমায় ডাকি,,
পাছে তুমি দেখে ফেলো,
তাই, আড়ালে রাখি স্বপ্ন গুলো,
মলিন বস্ত্রে লাগা ময়লার স্তূপ
ঝেরে ফেলি, মুছে ফেলি জল,
তবু আমি চুপ, নিশ্চুপ,
আমার নিস্তবদ্ধ মনে ওঠে কোলাহল.
তখন ক্লান্তি মুছে, শুরু করি পথ চলা
বহুবার বলেও আজ, না বলা,
যখনই বলার কথা ভাবি, তা..
মুখে এসে বার বার ঘুরে যায় সে কথা..
আবার ক্লান্তি আনে এই মনে।
জানি যা হয়নি বলা হবে না তা কোন দিন.
শুধু তুমি জেনে রাখ আমি প্রেমহীন.
আমাকে চিনবে না কোন দিন,
সহস্র মানুষের ভিড়ে মিশে আমি হয়েছি চির অচিন।