বড় আশাছিল এজগতে আসি
ফুটাবো সভ্যতার ফুল,
জন্মিয়া দেখি অগ্রজ যে জাতি
কাটিয়াছে তাহার মূল।
অংকুরে তায় মরিয়া গিয়াছে
অযাজিত সভ্যতা,
নতুন কারিয়া এসেছে ফিরিয়া
মধ্যযুগি নগ্নতা,
ক্ষমতা আর শক্তির লড়াই
আবার অসিছে ফিরে,
মানবতা আর সভ্যতা তাই
হারাতেছে ধীরে ধীরে,,