পৃথিবীর পথে আমি একা একা চলি,
পিচ্ পাথরে গড়া কাল রাস্তা দুই পায়ে ডলি।
পাহাড়, নদী, সবুজ বনানী আর নতুন গ্রাম,
সব সামনে থেকে আসে আর পিছনে চলে যায়,
তবু আমি একা একা শুধু একা একা পথ চলি।
কখনো নরম কাঁদা কখনো সবুজ ঘাস দুই পায়ে ডলি।
কত মায়ার বাধঁন কত সৌন্দর্যের মোহ,
আমাকে হাত ছানি দিয়ে ডাকে,
আমাকে ফিরিয়ে নিতে চাই লোকালয় মাঝে।
কত মধুর ধ্বনি কত ভালবাসার বাণী,
আমাকে বাঁধতে চাই ঘরে পুরতে চাই এ রঙ্গিন সাঝেঁ।
তবু আমি পথ চলি, একা একা নিজ মনে পথ চলি,
কত বালচর, কত কাঁটাহেরী পথ দুই পায়ে ডলি।
আমি পথ চলি বৃষ্টি মুখর বিকেলে,
আমি পথ চলি শীতের সকালে,
আমি পথ চলি রাতের আধাঁরে,
আমি পথ চলি চৈত্রের দুপুরে।
সয়নে, স্বপনে, জ্ঞানে, অজ্ঞানে আমি শুধু চলি।
কত রোদ, বৃষ্টি, আধাঁর, কুঁয়াশা, জোঁচনা দুই পায়ে ডলি।
আমি পথ চলি জীবনের পথে,
আমি পথ চলি আমার ই সাথে,
পিছে ফেলে মহাকাল,
সংসার মায়াজাল,
প্রেম, প্রীতি, ভালবসা.........।