কি করে বুঝবে তুমি
এ জীবনের মানে?
সারাটা দিন ঘোরো যদি
সুখেরই  সন্ধানে।
সুখ হল পাখির ছায়া,
দুঃখ আসল পাখি।
দুঃখ যদি ধর তুমি
আর কি থাকে বাকী?
দিন যেমন রাত্রি ছাড়া
একদম অযথা,
সুখ পাবে কেমন করে
না পাও যদি ব্যাথা।
ক্লান্ত যদি না হও তুমি,
কি নেবে আর বিশ্রাম।
আগে তুমি কষ্ট কর,
পরে পাবে আরাম।
তৃষ্ণা না লাগলে পরে
জল পানে নেই তৃপ্তি।
আল্লাহ বলেন “নিশ্চয় আছে
কষ্টের পরেই সস্থি" ।
কষ্ট কর কেষ্ট পাবে,
এই জগতের ধারা,
বিনা শ্রমে পায় না কেউ
গুপ্ত ধনের হাঁড়া।