উত্তাল সাগর শুকায়ে যে মরুভূমি,
যেথা শুধু হতাশার অন্ধকার ছিল!
কোথা হতে বল চলে এলে হেথা তুমি,
এ স্থান কি আজ আবাস যোগ্য হল ?


তবু তুমি এসে মৃদু হাসি হেঁসে তবে,
মরু বুকে আজ আনলে মেঘের জল।
এত ভালবাসা বাসেনিতো কেউ কবে,
উষ্ণ ধরনী করেনি কেউ সু-শীতল।


মায়ার শেকল বেধেঁ দিয়ে এই পায়ে,
করলে আমারে যে বন্দী তোমার প্রেমে।
তোমার পরশে সুখানুভূতি এ গায়ে,
সকল কষ্ট আর যন্ত্রণা গেছে থেমে।


আজ ফুটলো ফুল তপ্ত মরুর বুকে,
ভালবাসা, প্রেমে তোমার আমার সুখে।