কত কথা জাগে এই মনে,
প্রতি ক্ষণে ক্ষণে,
বুঝিনা কিছুই আমি তার,
তাইতো এমন অগোছালো কথা
আমার কবিতার।
তবু লিখি, ঘাঁড় গুজে লিখে যাই,
কবিতা আমার স্বপ্ন, শখ, ভাললাগা,
মন্দ, ভাল যাই হোক, লিখেই তৃপ্তি পাই।
একাকীত্বের অবসাদ ভুলতে,
কোথায় যেন হারিয়ে গেছে ছন্দগুলো,
আজকে শুধু জীবন জুড়ে পথের ধুলো
করছে উড়োউরি, নীল আকাশে ঘুড়ি
উড়ছে না ক আর,
সারা আকাশ জুড়ে কাল মেঘে
বিজলি শুধু চমকে চমৎকার।
পড়ে না কেউ লেখা আমার,
করে অবহেলা,
তবু আমি খেলে যাই,
লেখা লেখি খেলা।