সমুদ্র উপকূলে নব বদ্বীপ ভূমি,
বঙ্গোপসাগরের সবুজ শ্যামা কন্যা,
মৌসুমি বায়ুতে মাঠে ফসলের বন্যা,
পাহাড়, সমভূমি ও নদী নিয়ে তুমি,
গড়েছো অপার এই বিশাল বাংলা,
প্রকৃতির ধনে তুমি হয়ে আছো ধনী,
রূপেগুণে ধরণীতে সকলের রাণী,
ষড় ঋতুর ছয় রূপে শস্য শ্যামলা,


আছো তুমি সর্বক্ষণ জুড়ে মনে প্রাণে,
আছো তুমি জারি সারি ভাটিয়ালি গানে,
আছো তুমি বাঙ্গালীর দুঃখ ও সুখে,
আছো তুমি ষোল কোটি সন্তানের বুকে।


বাংলাদেশ, মোর জননী রূপে তুমি,
দিয়েছো ঐ বুকে স্থান প্রিয় মাতৃভূমি।