অজস্র তারার ঝিকমিক
কাল আকাশের বুকে,
রাত জাগা কোন পাখি
অবিরাম ডাকে,
মাঝঁরাতে ঘুম ভেঙ্গে
নিঃস্বঙ্গ শয্যায়,
স্বপ্নগুলো হাতরে ফিরি অন্ধকারে;
হয়ে খুব অসহায়।
তবুও তারা,
আকাশে অস্তমিত চাঁদ,
কাল কোন মেঘের নিচে
ডুবে গেছে এ জীবনের সাধ,
সব সুখ, সব আনন্দ, আহ্বলাদ।
আশা যবে মরিচিকা হয়ে,
বানের জলের মত ধেয়েে
হৃদয়ে প্লাবন আনে বেদনার।
জীবন জুড়ে দেখি শুধু
দারিদ্রের তুমুল হাহাকার।
শুভ্র কুসুম ঝড়ে গিয়ে
স্বপ্ন হারা মনে,
কাঁটা শুধু,, শুধুই কাঁটা
বিড়ান এ উদ্যানে,,,।