সত্য বলছি,
আমি তোমায় ভালবাসিনি,
কোন দিনই,
আমার সকল ভালবাসা পড়েছে ঝড়ে,
শুধু তোমার ছলনার পরে।
নকল চরিত্র তোমার, অভিনিত হাঁসি,
আমি বড় ভালবাসি,
রংকরা মুখের ভাঁজে যে কান্নার চির,
ঘুমের মাঝে যে, দুঃস্বপ্নের ভীর,
তা আমি ভালবাসিনি,
কোন দিনই,
তোমাকে চাই না আমি, চাই শুধু তোমা হতে সুখ,
জল ভরা আখিঁ চাই না, চাই হাঁসি ভরা মুখ।
সুখ আর ভালবাসায় এ জীবন দাও ভরে,
চাই না জানতে কি আছে ঐ অন্তরে,
ধার করা আলোয় চাঁদের যে জোৎস্না,
শুধু তার প্রতি আমার লালস্য কামনা,
নেভা চাঁদ পায় না স্থান এই মনে,
অবাঞ্চিত সে পরে থাকে আকাশের কোনে।
শুধু সৌন্দর্য আর ঘ্রাণ চাই, প্রতি ফুলে ফুলে,
চাই না ক কাঁটা তার, ছূঁড়ে ফেলি তুলে।
যতদিন বাসবে ভাল ছলনা করে,
ততদিন রবে তুমি মনের ভীতরে।
যে দিন ফুঁরিয়ে যাবে অভিনয় পালা,
সেই দিন হবে শেষ, প্রেম প্রেম খেলা।