তুমি ভালবাস বসন্ত, ফাল্গুনের ফোটা ফুল,
আমি ভালবাসি বর্ষার জল, মেঘের কান্না মোর ভাসাই দুকুল।
তুমি ভালবাস বসন্ত, কোকিলের গান,
আমি জানি সেতো প্রিয়া হারা প্রেমিকের বুক ফাটা গান।
তুমি ভালবাস বসন্ত, উদয় রবির প্রথম কিরণ ভাতি,
আমি ভালবাসি বর্ষা, ভরা পদ্মায় ডুব সাঁতরে মাতি।
তুমি ভালবাস পলাশ, শিমুল, বসন্ত ফুলের মেলা,
আমি ভালবাসি তীব্র ঘ্রাণ, সিক্ত বকুল তলা,
তুমি ভালবাস স্নিগ্ধ আকাশ, তারা ঝিলমিল রাত,
আমি ভালবাসি বর্ষা বাদল ভীষণ বজ্রপাত।
তোমার স্বপনে মেঘের ভেলায় আসে কত সুকুমার,
আমার স্বপনে ভিজে বাতাসে পাল ছিঁড়ে নৌকার,
তুমি ভালবাস বসন্ত, তাই আমি ভালবাসি না,
আমি ভালবাসি মেঘের কান্না, বসন্ত রোদের হাসি না।