তার চেয়ে ঢের ভাল,
শুধু একবার বল,
চলে যা, সড়ে যা,
জ্বলে পুড়ে মরে যা।
আমি তাই করব হাঁসি মুখে,
এক বারে মরায় তো ভাল,
ধুঁকে ধুঁকে বেঁচে থাকার থেকে।
জানো না তো তুমি এ
শুধু এই তোমাকে নিয়ে
এই মনের ক্যানভাস জুড়ে
কত ছবি অাকাঁ আছে,
কত রং মাখা আছে,
কত পথ চলা আছে
দূর বহু দূরে,,
কত স্বপ্নে হয়েছ আপন,
স্বপ্ন ভাঙ্গার পর,
চির আপন সে তুমি
এক নিমিষে হয়ে গেছ পর।
তোমার স্তুতি রচনা তরে,
কত রাত জেগেছি আমি পালা করে,
কত কথা কত সুর কবিতার ছন্দ,
কত বার আপোস করে
সাময়িক মিটেছে দ্বন্দ।
কত বার হয়েছে আপোস,
অভাবের সাথে, সভাবের সাথে,
তোমার অসহিষ্ণু প্রভাবের সাথে।
আমি তো হেরে গেছে বার বার,
করে গেছে মাথা নিচু,
ছুটেছি উদ্ধশ্বাসে শুধু
তোমার ঈশারার পিছু।
তোমার ইচ্ছায়, আকাঙ্খায়, আদেশে,
নির্দিধায় গেছি আমি যন্ত্রমানব বনে,
কখনো খুনি কখনো আত্মঘাতি আমি,
শুধু তোমার প্রয়োজনে।
কে তুমি? মোহিত কর মোরে
দিন রাত, সে কোন মন্ত্রের জোরে?