যত বার আমি জন্ম নিয়েছি গর্ভে ধরেছো তুমি,
যত বার আমি বীজ বুনেছি তোমাকে পেয়েছি ভুমি!
কত বার আমি পথ চলেছি তোমার হাতটি ধরে,
শত বার আমি তোমারে পেয়েছি নিবীড়ে আপন করে,
যত বার এই মাংসাশী মন খাদ্য চেয়েছে তার,
তোমার শরীর নিংড়ে দিয়েছ সে তুমি তত বার,
কত সন্তান জন্মদিয়েছি তোমার দেহ চাষ করে,
কত সন্তান তোমারে আমারে দিয়ে এলো কাল গোরে।
কত সভ্যতা বিলীন করেছি কঠোর হাতুড়ির ঘায়ে,
আবার আমি সভ্য হয়েছি শুধু তোমারই দায়ে।
তোমার জন্য প্রাসাদ গড়েছি, রাজ্য গড়েছি কত,
তোমার কারনে এ ধরাধামে জন্মেছি অবিরত,
তোমার প্রেমে কবিতা লিখেছি, গেয়েছি কত গান,
কত সেধেসুধে, কত মাথা কুটে ভাঙ্গায়েছি অভিমান,
তোমার জন্য হিংস্র হয়েছি, যুদ্ধ করেছি ঢের,
তোমার জন্য কোমল হৃদয়ের মানুষ হয়েছি ফের,