আমি ক্লান্ত,
ভেবোনা তুমি , আমি অহংকারী ।
ব্যস্ত আমি নিজের খোঁজে,
অসহায় ,ভাবানুরাগে ঘুরে বেড়াই রাস্তায় ।


কুয়াশাচ্ছন্ন অন্ধকার সকালে,
বিভোর মনে প্রেমালাপে ,
একান্তে অভিসারে মিলনে,
সূর্যের ন্যায় নবজাতক আমাকে নিয়ে ।


বাইশটা বসন্তের অবসানে,
বিশের সাত মাস যেন যমরাজ,
সখা আমি হারিয়ে ফেলেছি নিজেরে,
........ অতিরিক্ত স্নেহের পরশে ।


ই-দুনিয়ার পরশ ছুঁয়েছে তারে ,
পুরাতন এর ছোঁয়ায় নতুন রূপে বিচরণ করছে সে,
উচ্চতর স্পর্শ আমার,
মূল্যহীন,ই- মিডিয়ার দৌলতে ।