প্রিয় মা,
কেমন আছো তুমি ?
মা নিজের যত্ন নিচ্ছোতো ?
মা ঠিকমতো খাওয়া-দাওয়া করোতো ?
মা সময়মতো ঔষধ খাওতো ?


মা আমাকে নিয়ে কিন্তু চিন্তা করোনা
মা আমি খুব ভালো আছি
মা আমাকে সবাই খুব ভালোবাসে
মা সবাই আমার খুব যত্ন করে
মা তোমাকে আর আমাকে নিয়ে ভাবতে হবেনা


মা তোমার অগোছালো ছেলে এখন সবকিছু গুছিয়ে রাখে
মা তোমার অলস ছেলে এখন সকাল ১০ টায় না ভোর ৫  টায় জাগে
মা তোমার ছেলে এখন ডাল আর সবজি প্রতিদিন খায়
মা তোমার ছেলে এখন আর শুয়ে থাকেনা বাড়ির সব কাজ করে
মা তোমার ছেলের এখন আর ১০/১২ টা জামা লাগেনা একটাতেই হয়


মা আমাকে বাবা,ভাই,সৎ মা সবাই খুব ভালোবাসে  
তাইতো প্রতিদিন তারা খেয়ে আমার জন‌্য কিছুটা প্লেটে রেখে দেয়
আমার জন‌্য হাড় আর সবজি গুলো রেখে দেয়
আমিও রাখা খাবার সব খেয়ে ফেলি
না খেলে সৎ মা যে আমায় মারে  
আমাকে নিয়ে খুব ভাবেতো তাই
আমাকে দিয়ে সব কাজ করায়
আমাকে অনেক ভালোবাসেতো তাই
তোমার রাজকুমারকে ছেরা-পুরোনো জামা দেয়
তাতে তোমার রাজকুমারকে রাজকুমারের মতই লাগে


মা আমার জন‌্য দোয়া করো
তোমার রাজকুমার তোমার স্বপ্ন পুরনে এখন উচ্চ মাধ‌্যমিক দিচ্ছে  
মা তুমি কিন্তু আমার পরিবর্তন শুনে খুশিতে কাদবেনা
আমাকে নিয়ে কোনো চিন্তাও করবেনা
শুনলেইতো খুব ভালো  আছি আমি
পারলে আমাকে কদিনের জন‌্য তোমার কাছে নিয়ে যেও
আমারওতো ছুটি চাই একটু শান্তির নিঃশ্বাস নেয়ার জন‌্য
মা আমি তোমাকে খুব ভালোবাসি
আমি তোমার কাছে যাবো পারলে এসে নিয়ে যেও


                     ইতি
তোমার রাজ‌্যহীন রাজ‌্যের রাজকু্মার