উনিশটা বছর ধরে হেটেছি জীবনের পথে
হাটতে হাটতে আজ জীবনের পথের শেষ সীমানায় এসে পৌছেছি  


দুচোখে হাজারো স্বপ্ন ছিল আমার
আজ সব ভেঙে-চুড়ে চুড়মার


অনেক কিছু করার ছিল জীবনে
কিছুই আর করা হয়ে উঠলনা


রোগটা আমার দেহ গ্রাস করে ফেলেছে
আর কিচ্ছু করার নেই সময় গোনা ছারা  


চেয়েছিলাম ঐ দুর আকাশের তারাদের ধরতে
আর কিছুদিন পর নিজেই হয়ে যাবো ঐ দুর আকাশের সবচেয়ে উজ্জল তারা


যখন আর বাঁচতে চাইনি
তখন জীবনের পথের শেষ সীমানা অনেক খুজেও তার দেখা পাইনি  


আজ যখনই বাঁচতে চাইলাম যখনই মনে একটু বাঁচার আশা জাগল
তখনই এসে পরল মৃত‌্যু দুয়ারে