আমার তোমার প্রাণের আশা
আমাদের এই বাংলা ভাষা
নানান স্বাদের ছন্দে ভরা
জীবন সুধা দেয় যে ধরা
মিটবে তোমার সুখের তৃষা
নিত্য নতুন পথের দিশা
গল্প করি, কবিতা লিখি
কত কি যে নূতন শিখি!
এই ভাষাতেই প্রাণ ফিরে পায়
বাংলা ছেড়ে কোথায় যে যায়!
বাংলা কেবল নয়কো আবেগ
উঠবে জেগে ঘুমন্ত বিবেক
মাতৃভাষা মায়ের অলংকার
মায়ের দেওয়া এক গর্ব -অহংকার