কেন ভালবাসি তোমায়, হেমাদ্রি?
কেন এমন হয় ?
কুঞ্জে আসেনি তো পাখি,গায়নিতো গান
ফোটেনিতো ফুল ,আসেনি তো ভ্রমর
আকাশ রাঙেনিতো কোন নীলিমায়
ধরিত্রী সাজেনিতো কোনো অধুনায়,
সমীরে নেই কোনো ঝংকার
বসন্তও আজি নয়!
তাহলে হেমাদ্রি ,আজ কেন এত টান, এত মায়া?
কেন আমি তোমায় ভালবাসি?
কেন আমি ক্লান্ত হয়ে বারবার
ছুটে আসি তোমার ছায়ায়
নিজেকে সঁপে দিই তোমার বুকে;
মন খারাপের সন্ধ্যায়
কেন তোমার আলিঙ্গন খুঁজি?
অস্ফুটে কোন বীণার সুরে
আমার ওষ্ঠ তোমার পাপড়ি খোঁজে,
কেন আমি তোমার হাসিতে লাবণ্য
অশ্রুতে হতে চায় স্নাত?
হেমাদ্রি কেন এমন হয়?
তুমি কে, হেমাদ্রি?
কেন আমি তোমায় এত ভালবাসি??