এখানে দিনের সকল ব্যস্ততা
ক্লান্তি জমায় দেহের ঘামে,
এখানে হাজার স্বপ্নের ঝিলিক নিয়ে
আঁখির কোলে রাত্রি নামে।
এখানে কল্পনা সব প্রাণ ফিরে পায়
একলা জাগায় নিশীথ ক্ষনে
এখানে সুপ্ত গোলাপ সুবাস হারায়
পাপড়ি ঝরায় আপন মনে।
এখানে স্বপ্নগুলো প্রাণবন্ত
হাজার তারায় করে জ্বলজ্বল
এখানে মেঘমালা কেশ চুমে যায়
নয়ন পাতায় মাখে কাজল।
এখানে মুক্ত এ মন পাখির মতন
নেই কোন পাপ, নেই অভিশাপ
এখানে বুঝে শুনে পা ফেলা নয়
পাগলামি আর অবাধ আলাপ।
এখানে প্রেমিক আসে মুগ্ধ বেশে
হাতটি ধরে চুপিসারে,
এখানে মাতাল অধর লাজে থরথর
কল্পনারই অভিসারে ।
এখানে নেই কলহ, নেই বিরহ
চাওয়া পাওয়ায় নেই জড়তা
এখানে মন পুড়িয়ে মহল গড়ি
রচি গীতি, কাব্য- কবিতা।
এখানে সব-ই আমার নয় কিছু পর
নিত্য এদের করি হনন
এখানে বিষ খেয়ে রোজ মরি নিজে
নিজ হাতে করি নিজ কবর খনন।।