সময় বদলেছে, বদলেছে মানুষের দৃষ্টিভঙ্গি
সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, বদলেছে আইন, সৃষ্টি হয়েছে নতুন নতুন ধারা,
শুধু বদলায়নি "নারী" শব্দটিতে আজও তুচ্ছ তাচ্ছিল্যের আস্কারা।
আজও নারী পথে বের হলেই লক্ষ তীর্যক দৃষ্টির লেলিহান শিখায় ভস্মিত হয়,
আজও নারী দিন-দুপুরে ভর বাসে মিছে অজুহাতে লাঞ্ছিত হয়,
আজও নারী যেথায় সেথায় ধর্ষিত হয়।
আজও নারীর আপন ঘরে সকলের খাবার পরে মাছের সব'চে ছোট টুকরোটি তাকেই খেতে হয়।
আজও নারী চোখের কাজলে অশ্রু ঢাকে, শত অবহেলা দীর্ঘশ্বাসে লুকিয়ে রাখে।
কন্ঠ থেকেও কন্ঠ যে তার অবরুদ্ধ, আজও তার চলা, আজও তার বলা সব অশুদ্ধ।
আমি চাইছিনা, রাজপথে নেমে নারী স্বাধীনতার নামে উগ্র মিছিল করতে।
আমি চাই নারী কে যথাযথ সন্মান দেয়া হউক
যেটুকু তার প্রাপ্য।
প্রকৃত আদর্শবান একজন নারী কখনোই উগ্র স্বাধীনতা চায়না,
একটু মমতা একটু ভালোবাসা পেলেই নারী তার সবটুকু বিসর্জন দিতে কখনও পিছ'পা হয়না।
সম্মান জানাই পৃথিবীর সমস্ত নারী কে যিনি নির্দিধায় পালন করছেন কন্যা, মা এবং স্ত্রী'র দায়িত্ব।