আপনি কি জানেন,
আমি আপনাকে ভীষণ ভাবে ভালোবাসি..
এ ভালোবাসার পরিধি, গভীরতা, প্রশস্ততা কতটুকু
তা কখনোই পরিমাপ করে দেখিনি।
এই যে আমার বুকের ভেতর ধুকধুকানি,
ধমনীর মাঝে রক্তকণিকার ছুটোছুটি,
এই যে আমার অকারণেই চোখ ছলছল,
একই সাথে সুখ-বেদনার লুটোপুটি।
এ সব'ই কেবল আপনাকে দেখলেই হয়।
যখন ভরাট গলায় প্রশ্ন করেনঃ কেমন আছো তুমি?
আমার মনের অলিন্দে সোহাগী দোয়েল শিষ দিয়ে যায়,
যখন বিনয় করে বলেন,
একটা নতুন কবিতা লিখেছি পড়ে দেখো তো কেমন হলো,
আমি আহ্লাদিত কিশোরীর মত অদৃশ্য দোলনায় দুলতে থাকি,
কেবলমাত্র আপনি পাশে আছেন বলেই
নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ রমণী ভেবে গর্বিত
গ্রীবা তুলে আকাশ পানে তাকাই।
আপনাকে ভালোবাসি,ভীষণ রকম ভালোবাসি,
এ ভালোবাসা পৌষের ভোরে হরিদ্রা ঘাসের ডগায়
জমে থাকা শিশির বিন্দুর মতই স্বচ্ছ,
শরতের কাশফুলের মতই শুভ্র,সুন্দর
দীর্ঘক্ষন ঝুম বৃষ্টি শেষে সজীব প্রকৃতির মতই পবিত্র,
যেখানে কোনোই চাওয়া পাওয়া নেই,নেই কোনো উদ্যমতা,
আছে কেবল অনুভূতি জুড়ে সীমাহীন তৃপ্ততা।
না,কোনো বিনিময় চায়না আপনার কাছে আমার এ ভালোবাসা,
শুধু চায় একটি অধিকার,
"আপনাকে ভালোবাসি" চিরদিন নির্দিধায় এ কথা বলার। প্রতিত্তোরে নাই'বা বল্লেন"ভালোবাসি" প্রিও,
"ভালোবাসি" এ কথাটি শুধু আমায় বলতে দিও।
ভালো থেকো সারাক্ষণ,অনুনয় তোমার তরে,
নিজেকে ভালোবেসো ঠিক আমার মত করে ।