আমি "নারী"
একই হৃদয়ে প্রশান্ত সাগর-
আবার সাহারা কে ধারন করি।
আমার দুটি চোখেতে কখনও বা ঝরে-
মায়া ময় বর্ষণ,
কখনও সেথায় ক্রোধে জ্বলে ওঠে
ধ্বংসাত্মক অগ্নি দহন।
আমার কালো কেশে কভু মেঘ চমকিত
বিমুগ্ধ আঁধার আকর্ষণ,
কখনও এ কেশ কাল নাগিনীর বিষাক্ত দংশন।
আমি স্নিগ্ধ আবেশে পা ফেলি যেথা
গজায় সবুজ ঘাস,
কখনও বা মোর পদতলে লেখা অসীম সর্বনাশ।
আমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, সৌন্দর্য এ ধরার
আমি রহস্যে ঘেরা, কোমল- কঠোরে গড়া
আমি পরম আকাঙ্ক্ষার ।
আমি কন্যা, জায়া, জননী এক দেহে বহু রুপ
আমি পুষ্প কানন সকলের তরে উপহার স্বরুপ।
আমি নারী, বড় আনাড়ি তাই--
হয়তো প্রলাপ বলি....
আমি সহস্র শতাব্দীর অর্ঘ্য
নই বিশেষ একটি দিনের শ্রদ্ধাঞ্জলি ।।