আমি তোমার গল্প হতে চাই ---
ঠিক তাদের মত,
যারা তোমার জীবন ডায়েরির পাতাগুলো
দখল করে আছে ক্লিওপেট্রা বা ডায়না হয়ে।
তোমার হৃদয়ের ঐশ্বর্য মন্ডিত সিংহল আসনে
যাদের স্থান সম্রাজীর আসনে।
ভীষণ ভালো লাগে যখন তুমি ওদের গল্প গুলো
বড় অহংকারের সাথে বলতে থাকো,
"কারোর আবৃত্তি ভীষণ ভালো, কারোর কন্ঠের গান কোকিল কন্ঠেরও উর্ধ্বে , কারোর বাচন ভঙ্গি
সুন্দরী বিমান বালাদেরও হার মানায়"।
তুমি যখন ওদের গল্পগুলো সহাস্যে বলতে থাকো, আমি মুগ্ধ হই তোমার নিষ্প্রভ অবয়বে খেলে যাওয়া সহস্র রঙের আলোর ঝিলিক দেখে।
আর আমার বুকের ভেতরটায় চলতে থাকে দানবীয় সুনামি, যা দুমড়ে- মুচড়ে দেয় আমার হৃদপিণ্ড, লন্ড-ভন্ড করে দেয় আমার গুল্মলতায় গড়া অন্তরের ছোট্ট ছাওনি, ধরাস-ধরাস করে ভেঙে পড়ে হৃদয় নদীর পাড়। তথাপিও আমি থাকি নির্বিকার ! তুমি শুনতে পাওনা আমার সেই হৃদয়ের পাড় ভাঙার শব্দ । দেখতে পাওনা প্রচন্ড বাতাসে কচি কলা পাতার মত আমার সত্তার থরথর কাঁপুনি, বুঝতে পাওনা যন্ত্রণার তীব্রতায় আমার কুঁকড়ে যাওয়া..! কি করে বুঝবে!  তুমি তো তখন সেই সম্রাজ্ঞীদের গল্পে বিভোর। তাছাড়া আমার ঠোঁটের নির্লিপ্ত হাসি দিয়ে তোমার সেই গল্প কে আরও উচ্ছল করে তুলি..!
আমি তোমার গল্প হতে চাই, ঐ নন্দিনী, শায়লা, মিথিলা, নিরুপমার মত।
কিন্তু আমি এও জানি, আমি নগন্য,  সাধারণ, তুচ্ছ
তোমার ব্যলকনিতে ঝরে পড়া শুকনো বকুলের মত...!
তবে নিশ্চিত একদিন আমিও তোমার গল্প হবো। যেদিন তোমার গল্প শোনার জন্য আমি আর থাকবোনা এ ধরাধামে ।।