অনুভব করছি, ভিন্ন কিছু, একেবারে নতুন কিছু,
মস্তিষ্ক জুড়ে কেউ করছে বসবাস,
শরীরের ভেতর শরীর, আত্মার ভেতর আত্মা,
একটু করে রোজ হচ্ছি চুরি পাচ্ছি তার আভাস।
কবিতা লিখতে পারছিনা আর মোটে
বিদায় নিয়েছে গান কন্ঠ হতে --
আবৃত্তিতেও আসেনা আর রুচি,
জানিনা কে মোর মনে তে গড়েছে আসন,
আমার-ই হৃদয় রাজ্যে বসে,
আমারে'ই করছে নিয়ন্ত্রণ !
এতকাল ধরে শাষণে থেকেছে যেই মন,
সেই মন'ই আজ আমারে করছে শাষণ!
বলছে, আধেক জীবন থেকেছি বন্দী
করেছি ছটফট একাকিত্বের যাতনায়,
ক্ষতি কি'বা হয়, যদি বাকি পথ
কেহ সাথে চলতে এসে হাত বাড়ায়..!
আমার অবরুদ্ধ সত্তা অনুনয় করে বলে,
ওগো মোর স্বপ্ন সায়র ওগো মোর প্রিও--
আমার যত কবিতা, যত গান, আবৃত্তি--
আমার "আমি" কে নির্দিধায় সোপর্দ করলাম
তোমার পদপৃষ্ঠে,,
বিনিময়ে, তুমি তোমার কুয়াশামাখা ভোর,
বৃষ্টি ভেজা দুপুর,জোৎস্না স্নাত রাত আমাকে দিও..!