বাহানা খুঁজে ফিরি আমি,
তোমার সাথে দু'টো কথা বলার জন্য
জানিনা কেন আমার চোখে চোখ রাখনা।
আমার প্রতি কোনো অভিযোগ
না-কি নিজের বুকেই লুকিয়ে রাখো অভিমান, আমি ঠিক বুঝিনা!
তোমার চোখে তাকালে আমি তোমার হৃদয়ের
হাল বুঝে নিতে পারি .
আর তুমিও বুঝে নিতে পারো বেহাল আমারি।
তুমি সুদূর অম্বরে সজ্জিত সুন্দর চাঁদ,
তোমাকে পাবার দুঃসাহস কখনোই করিনা,
তবে তোমাকে এক পলক দেখবার সুযোগটাও
কখনও ছাড়িনা..!
দূর থেকেই তোমাকে ভালোবাসবো,
সেটাও মন্জুর আমার ,
নিজেকে ভেঙে তোমার সুখ কামনা করবো--
এটাও গর্ব আমার..!
তোমাকে আমার শব্দে লুকিয়ে রাখবো
সেই শব্দের ফুল দিয়ে আমি রোজ
নতুন কবিতার মালা গাঁথব ,
চাঁদ তুমি, আমি চাঁদনী না হয়ে-
নিজেকে জমিন করে রাখবো।
কখনও নিজেকে খুঁজতে হলে
আমার দু-চোখতেই কোরো তালাশ
আমি তোমারে বাঁধিতে হৃদয়ও ডোরে
করে যাবো ব্যর্থ প্রয়াস।