হাজারো মানুষের ভীড়ে
হারিয়ে ফেলেছি নিজেকে,
জীবনের চাওয়া সব --
অপূর্ণ থেকেছে চিরকাল,
আশ্রয় মেলেনি কোনো সুখ নীড়ে ।
বুঝিতে পারিনি কভু কি হবে শেষে ,
জীবন ছিল মত্ত্ব মিছে রঙিন আবেশে ।।
এভাবেই কাটিয়ে এসেছি পঁচিশটি বর্ষা
দেখিনি ফাগুন কভু, কেহ দেয়নি সে ভরসা ।।
বিধাতা বিরাগ এখন হবে কি উপায়
শেষ বিদায় ক্ষণেও সুখ না পাবার ভয় ।
সামনে অসীম শীত মাঘ কাল রাত্রি,
মিছে মায়া-মোহ সব,আমি একা যাত্রী ।।
একাই এসেছি ভবে, যেতে হবে একাই
মন্জিল যে সুদূর পাড়ে, হাতে কড়ি নাই ।
ক্ষমা চাহি ওগো প্রভু অশ্রু সিক্ত নয়নে
তব করুনায়,পাই যেনো ঠাঁই শেষ বিদায় ক্ষণে ।।