দিনের শেষে আসে, রাতের শুরুতেই চলে যায়,
এই সন্ধ্যা ঠিক তোমার মতই
কথায় কথায় বদলে যায়।
মনোরম স্নিগ্ধ শীতল, কিছুটা অলস
কিছুটা নাদান তোমার মতন
রুপসী চাঁদ কে দেখতে করেনা সে অপেক্ষার যতন,
কখনও গেরুয়া কখনও ধূসর থাকেনা সে নিজস্বতায়
এ সন্ধ্যা ঠিক তোমার মতই
কথায় কথায় বদলে যায়।
মন ভরে গেলেই গুম হয়ে যায় নিকষ আঁধার গহীনে,
শত অনুনয় সব'ই বৃথা হয় সে রয় তার আপন মনে।
তার দেখা পেতে তৃষ্ণা জেগে রয়
চাতকী দুটি নয়ন প্রান্তে,
দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে বুকে জড়াই তারে দিনান্তে।
এ সন্ধ্যা শেষে রাত আসে
কাটেনা কিছুতে বিরহ ক্ষণ,
ডুবে যাওয়া সূর্যের সাথে যেমন দিনের হাসির হয় মরণ।
বলে দাও এই বে'রহম সন্ধ্যাকে
হয় চিরতরে সে চলে যাক
কিছু মূহুর্তের জন্য সে এসে আমার পেরেশানী না বাড়াক। হয়ে থাকি উন্মুখ সদা তার বিরহ যাতনায়
ক্ষণকালের তরে এসে সে আমার হৃদয়ের দাহ বাড়ায়,
এ সন্ধ্যা ঠিক তোমার মতই
কথায় কথায় বদলে যায় ।