বড় বেশি একঘেয়ে লাগে আজকাল,
ঝিমধারা দুপুর, বিরক্তিকর রাত ---
আর,  অবসাদময় সকাল।
জানিনা কেনো মরে গেছে এ প্রাণ..
কবিতার বইয়ে জমেছে ধূলো,
মন কাড়ে না আর পুরোনো দিনের গান।
দোলা দেয়না মনে ফুল- পাখি- প্রজাপতি
চাঁদের জোছনা জোনাকির আলোও--
জাগায় না বুকের জমাট বাঁধা অনুভূতি ।
আকাশের রঙ, বাতাসের সুর ---
সবকিছুতেই বেদনা বিধুর.....!
আশাহত নয়ন, খোঁজে সুখ স্বপন
ডানা ঝাঁপটে মরে বলাকা এ মন,
আপনারে আর পারিনা বহিতে--
বড় সাধ জাগে কাহারে সঁপিতে...
সব'ইতে যেনো কেবলই অবিশ্বাস
এভাবে কি করে বাঁচি বলো আর...
থেমে আসে বুঝি শেষ নিঃশ্বাস..।।