তোমার আছে, চাঁদ মুখ
আমার আছে, শুধু  চাঁদ,,
তুমি বিভোর যবে শিউলি ঘ্রাণে
আমি আঁধারের সাথে গল্প করি অবাধ ।
তোমার পূর্ণ চোখে রোজ--
স্বপ্ন নিয়ে আসে ভোর
আমার ঝাঁপসা নয়নে কেবল ----
জ্বালাময় বিরহ ঘোর।
তোমার দুপুরগুলো--
ক্লান্ত আবেশেও বেশ,
আমার মাথার পরে দগ্ধ সূর্য,
আগুন ঝরায় অশেষ ।
তোমার পরন্ত বিকেল ---
চা'য়ের পেয়ালায় তৃপ্ত ,
আমার তৃষিত মন,
কবিতার ছেঁড়া পাতায় আসক্ত ।
তোমার সন্ধ্যা নামে--
আবির রঙে ছাওয়া,
আমি আলো-আঁধারির সন্ধিক্ষণে
চেয়ে চেয়ে দেখি দূর গগনে--
সব পাখিদের নীড়ে ফিরে যাওয়া ।
তুমি নতুন নতুন স্বপ্ন বুনে---
কাটাও রাত্রি -- ভোর,
আমার কাছে সকলি সমান--
সকলি বিষন্ন প্রহর ।।