চোখের কোণে কাজল গলে
তাপদাহে তৃষ্ণার্ত, জীবন যখন ওষ্ঠাগত
না যায় কওয়া, যায়না সওয়া
নিজেতে নিজেই দগ্ধ হওয়া
বুকের গহীন সাগর তলে
অজানা এক সুনামি চলে
চোখের কোণে কাজল গলে।


চলছি পথে, সঙ্গী হীনা
খুঁজে ফিরি সুখ ঠিকানা
হাঁপিয়ে ওঠা এই তো আমি,
যেতে - যেতে একটু থামি
ক্লান্ত চরণ নূপুর খোলে
চোখের কোণে কাজল গলে।


কেহ সহসা বলে "তোরে চাই"
চাওয়ায় দৃঢ়তা খুঁজেই না পাই
অভিমান মোর পাতা হয়ে ঝরে,
কার কি ক্ষতি, অনাদরে
নষ্ট জীবন ভ্রষ্ট হলে
চোখের কোণে কাজল গলে ।