তারপর, চলতে চলতে পথ, থমকে দাঁড়াই আমি,
ঘর্মাক্ত, তৃষ্ণার্ত,মাথার উপর দগ্ধ সূর্য হাসে ।
আমার ঠোঁটেও কাঠ খটৃরা হাসি,
চোখের চাহনি হারানো সম্পদ খোঁজে ।
একটু শীতল বাতাস কোথা পাই !
হঠাৎ যেন বাতাস কন্ঠে তার -
ঠোঁট মিলিয়ে বলছে বারংবার --
"কি গো প্রিয়া, আমাকেই খুঁজছো বুঝি" ?
আমি সামান্য মাথা নোয়াই হেসে
হৃদপিণ্ড মোচড় দিয়ে ওঠে ।
"তবে কেন দাঁড়িয়ে পড়লে হেথা,
এখনও যে অনেকটা পথ বাকি"!
তার সে কথায় সচেতন হয়ে
আবার চলতে থাকি ।
তারপর চলতে চলতে পথ
সবুজ-শ্যামল বনের পাশে এসে-
একটু থামি বন কে ভালবেসে ।
হঠাৎ শুনি হাসি কন্ঠ তোমার,
আমার পাশেই দাঁড়িয়ে আছো তুমি -
শুধালাম- "কেন জড়াও এমন আবেশে"
বললে তুমি- "পথে তুমি নামবে বলে আমায় ভালবেসে।
এই তো তোমায় পেলাম,
এবার একা পথ চলতে হবেনা আমায়
কঠোর ঠোঁট বলে ওঠে তার-
"এভাবে কি আমায় পাওয়া যায়"?
"আর একটু পথ ঘুরে এসো,
বনের পরেই আমার ঘর,
গল্প হবে জানা- অজানায় ।
তারপর, চলতে চলতে পথ ---
বন পেরিয়ে তার সে ঘরে থামি --
আমায় দেখে গভীর নয়ন দুটি,
স্থিরতা পায় আমার মাঝে শেষে
তার স্বপ্নময় চোখের পানে চেয়ে
আমার ক্লান্তি সকল জুড়ায় হিম বাতাসে।
চোখ নামিয়ে হঠাৎ সে জন বলে--
" কি চাও প্রিয়া, বলো এবার শুনি"
তার সে কথায় চমকে উঠি আমি--
"ঝড়ো হাওয়া বয় সমুখে আঁধার রজনী,
একটুখানি আশ্রয় দেবে জানি "
চোখ দুটি তার আবার তাকায় --
ঠোঁট দুটি মোর একটু কাঁপায়,
আবার আমায় পথে নামায় !
তারপর, চলতে চলতে পথ
দগ্ধ আমি সূর্যের রঙে মিছে,
আলো ছড়াই জীবন ভালোবেসে।
বৃক্ষ শুধায়- " এমন কেন হয়"?
মনে পড়ে-- তার বজ্র ধ্বনি সত্য ছিল--
"এভাবে কি ভালবাসা পাওয়া যায়" ?