এক এক করে কেটে গেছে কত বছর...
সোনালী দিনের স্মৃতিরা পিছু ডাকে,
সাড়া দিতে মন সহসা কান পেতে থাকে,
চমকিত আঁখি খুঁজে ফেরে সেই ভোর ।
খুঁজে ফেরে কিছু খুউব চেনা- জানা মুখ..
যারা আজ শুধু আবছা কুয়াশা চাদরে
আজও হৃদ কোণে রয়েছে বেশ আদরে,
ভাবলেই এ বুকে জাগায় পরম সুখ ।
একদিন এক, শান্ত বিকেল ক্ষনে..
কে যে বলেছিল ! দেখা হবে স্নিগ্ধ প্রাতেঃ
সেই হরসে নিদ্ ছিলোনা আঁখি পাতে,
শিশির মুক্তো ঝরছিলো এ মন বনে ।
তারপর ? আর কি বলিব হায়..!
প্রতিটি চন্দ্র সূর্যে লুকায়....!
প্রতিটি ফাগুন চৈত্রে হারায়....!
হৃদয়ে চৈত্র খরায়-খরায়.....!
ফসল যত সব পুড়ে ছাঁই....!
তারে নাহি পাই, কারে যে শুধাই..!
চুরি গেছে ভোর শিশির কোথায় পাই ?