আঁধার কামরা, পিনপতন নিরবতা,
তার সাথে আমি, জীবন্ত শবদেহ,
মাথার উপর সিলিং ফ্যান..!
অনুভূতি জুড়ে সহস্র ভাবনার আনাগোনা
তাদের কেউ অট্টহাস্যে বিদ্রূপ করে আমায়,
কেউ বা অনুকম্পা ঢেলে দেয়,
কেউ বা হাত ধরে টেনে নিয়ে যায়,
আটাশ... বাইশ.. আঠারো তে....!
বুঁজে থাকা চোখের পাপড়িতে বিদ্যুৎ খেলে যায়..
জলপাই রঙের ভালোবাসা হাতছানি দিয়ে ডাকে,
সেই যুগল চোখ,যা স্পষ্ট আয়না হয়ে
বন্দী করেছিলো আমার প্রতিবিম্ব।
সেই প্রশস্ত বুক,যেখানে মাথা রেখে
কান পেতে শুনেছিলাম
আমার সুখের সেতারের টুংটাং ধ্বনি
প্রথম এবং শেষবারের মত।
ফিরে এসেছিলাম এক আকাশ স্বপ্ন আর
একমুঠো আঁধার হাতে নিয়ে।
স্বপ্নগুলো এক এক করে কালের গর্ভে হয়েছ বিলীন
আঁধারটাই থেকে গেছে আমাতে মিশে হয়ে অমলিন,
আজও পৃথিবীর কোনো আয়নায়
মেলাতে পারিনা চোখ, সব ঝাপসা,অস্বচ্ছ,
সব আয়নাতেই আজও সেই চোখের আরশিতে
আমার প্রতিবিম্বের বিজলী রশ্মিতে
আমি ভস্মীভূত হই।
আরবার ফিরে আসি আঠারো... বাইশ...আটাশে..
আঁধার কামরা,পিনপতন নিরবতা তার সাথে আমি জীবন্ত শবদেহ, মাথার উপর সিলিং ফ্যান..!