এলে অবেলায়
আমি সরোবরের ঐ স্বচ্ছ জলে
নই ফোটা এক পদ্য ---
আমি কেরোসিন প্রদ্বীপের নিবু নিবু আলোয়
লেখা অসমাপ্ত গদ্য...!
আমি বন্ধুর পথে একা চলিতে,
হোঁচটে হয়েছি ক্ষত....!
আমি সহমর্মিতা পাইনি কভু
সয়েছি দহন অবিরত।
আমি দেখিনি কভু মায়াময় চোখে
চেয়ে দেখে কেহ মোরে..
আমি দেখেছি শত লোলুপ চাহুনি
দৃষ্টিতেই লেহন করে ।
এমনি করেই ক্ষোভে,লাজে, ভয়ে
হয়ে গেছি কোন ঠাসা,
আঁধারের সাথেই সন্ধি করেছি--
ছেড়েছি আলোর আশা ।
এতকাল বাদে কে গো এলে পথিক
ডাকিলে প্রিয় নাম ধরি,
স্রষ্টা বুঝি গো সদয় হয়ে মোরে
শাপ মুক্ত দিলো করি ।
হাত বাড়ায়ে দিলে মুছায়ে আঁখির প্রস্রবণ..
এটুকুই মোর এক জনমের সব'চে বড় অর্জন।
কি দেবো পথিক, রিক্ত আমি
বুকে তোলে অনুরণ -
তব তরে শুধু দিয়ে যাই দু’ফোটা --
অশ্রু বিসর্জন ।।
_____________
তারিখঃ ১৫/০২/২০২১ইং