ঝরছে পড়ে গাছের পাতা....
দখিন হাওয়ায় মাদকতা....
মেঘহীন আকাশ নীল স্বচ্ছতা...
ভাঙছে বনের নিরবতা ...!!
পাতায় নাচে শালিক, কোয়েল....
শিষ দিয়ে যায় মিষ্টি দোয়েল....
ফুলেরা ঢালে রঙ যে অঢেল....
ক্রমশ বদলায় প্রকৃতির খেল...!!
না খুব শীত, না খুব গরম....
দিকে দিকে যেন শান্তি পরম....
পিঠা আয়োজনে সবে ব্যাস্ত চরম...
নব্য বঁধুর মুখে চুয়ে পড়ছে শরম....!!
কেবলি সবুজ, যে দিকে তাকাই....
কোথাও জড়তা জীর্ণতা নাই....
ফাগুন আগমনী বারতা যে পাই...
সমস্বরে এসো সুখ গীত গাই....!!
ঝরে যাক,  মরা পাতার মত.....
ধরণীর  বুকে, জ্বরা-- দুঃখ যত...
ভুলে যাক সবে, প্রিয় হারানো ক্ষত...
হৃদ হতে শুভ কামনা অবিরত...!!