থেমে যাবে লেখা, কাগজের বুকে...
থেমে যাবে রথ, পথ শেষ হবে...
থেমে যাবে গান, কথা তবুও রবে..
থেমে যাবে পাখি, নীড় নাহি পাবে..
থেমে যাবে নদী, পাহাড় কাঁদিবে...
বুক চিরে নাহি, ঝর্ণা গড়াবে....
প্রকৃতি জ্বলিবে, তাপ নাহি পাবে...
শীতল- সরস, সবি যে হারাবে...
মাটিও কাঁদিবে, আকাশ কাঁদিবে...
শুধুই মানুষ, নিরব রহিবে....
তার সব ভাষা, কেড়ে নেয়া হবে...
কথা না রেখে, কষ্ট বাড়াবে...  
নীড় হারা পাখি, ঝলসে যাওয়া পৃথিবী...
শুধু একটাই গান গাবে, বলে যাবে....
" ভালোবাসো" -- "ভালোবাসো" তবে..
এই পৃথিবী আজ হারায়েছে যাহা..
সবই ফিরে পাবে, সবই ফিরে পাবে...!!