আমি দেখিনি "খলিফা উমর" --
যিনি আমিরুল মু'মেনীন,
গভীর রাতে খাদ্যের বোঝা হাতে--
অভাবীর মুখে হাসি ফুটায়ে যিনি
                  হয়ে আছেন অমলিন ।
আমি দেখিনি "হাতিম তাই" কে --
যিনি ইতিহাসে আজও স্পষ্ট,
নিজের জীবন বাজি রেখে নিঃস্বার্থে এগিয়ে এসে
ঘুচিয়েছেন যিনি বিপদগামীর কষ্ট ।
আমি দেখিনি আলী, আমীর হামজা,
                          কিংবা আবু বকর,
নিজেকে অভুক্ত রেখে যারা দুখি মানুষের পাশে দাড়িয়েছেন না ভেবে আপন - পর।
সবাই বলে সেসব ছিল সত্য জামানায়
কোথায় পাবে অমন নিবেদিত প্রাণ
                        আজকের দুনিয়ায় !
আমি দেখেছি, আজকেও আছে
                     তেমন মানুষ সোনা,
হাজারে, অথবা লক্ষে এক, হয়তো হাতে গোণা।
দেখেছি তেমনি একজন এই জীবনে আমার,
অনাথ শিশুর ক্ষুধার কষ্টে,তিনি --
মুখে তুলতে পারেন না আহার !
কোন চাওয়া নেই, কোন পাওয়া নেই
বাড়িয়ে দিলেন সাহায্যের হাত
অভাবী মায়ের আঁধার ঘরে তে
আসিল সু-প্রভাত ।
অজস্র অমানুষের ভীড়ে আজও এমন কিছু -
মানুষ আছে বলে ধরাধামে,
পাপে জ্বলে যাওয়া এই মাটিতেও
আজও শান্তির বৃষ্টি নামে।।