হ্যাঁ, আমার একটা আকাশ আছে -
যেখানে আমি একটি মাত্র চাঁদ
আমাকে ঘিরে অজস্র তারকাপুঞ্জ
সহস্র স্বপ্নিল আলোক ছড়ায়ে
মায়াবী করে তোলে রাত ।
আলোর ঝলকানিতে রুপসী চাঁদ
রুপসী হয় আরও দ্বিগুণ
প্রেমিক মন মোহাবিষ্ট হয় আবেশে
হৃদয় ভ্রমর গেয়ে ওঠে গুনগুন ।
চাঁদ কেবলি চেয়ে দেখে সব খেলা
হাসি দিয়ে তার জোছনা বিলায় নিরবে
মাঝে মাঝে এসে ঢেকে দেয় মেঘ ভেলা,
চাঁদ রে লয়ে মাতে সব উৎসবে ।
তোমরা দেখো কেবল চাঁদের চারিপাশ
সেটুকুই দেখো, যেটুকু চাঁদ করে প্রকাশ
দেখোনা, তাহার অন্তরে কাটা দাগ,
কত যাতনা কত না পাওয়া অনুরাগ ,
শুধাও তারে, এত আলো পেয়েও  ---
আর কি'বা তার চাই...?
চাঁদ হাসিয়া কহে,-- সন্দেহ কি তায়...?
এত আলো, তবুও ---- হায়..!
নিজ আলো মোর নাই....,!!