এমনি এক কুয়াশা আবছা ভোরে------
বুকের ভেতর জমে থাকা,
স্মৃতির এ্যালবাম ধুলোমাখা,
সেই... ছেলেবেলা মনে পড়ে।।
সেই.. ঘাসের শিশিরে পা ভিজিয়ে চলে----
ঠাকুর বাড়ির শিউলী তলে গিয়ে,
ঝরা শিউলী ফুল আঁচল ভরে নিয়ে,
মালা গেঁথে রোজ পড়তাম নিজ গলে।।
সেই... মায়ের হাতের গুড়ের ভাপা-পিঠা----
হাতে কাটা সেমাই, চিতই, পুলি বাহারি,
উনুন পাড়ে বসে খেতাম আঁজলা ভরা গুড় মুড়ি,
ঠান্ডা শীতল খেজুরের রস মিঠা।।
সেই.... খড়কুটো জ্বেলে আগুনের চারপাশে -----
দুঃখ -সুখের গল্প হতো কত,
স্নেহ আদর যেনো ঝরতো অবিরত,
বসতাম গিয়ে নানু- দাদুর গা-ঘেষে।।
এসব ভেবেই ভারি হলো আখি মোর ------
সবকিছু আজ উন্নত পাই,
তবুও যেনো কোনোকিছু নাই,
আজ কেবলি স্মৃতির বাংলা,
স্মৃতির সেসব ভোর।।